প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – তৃণমূলের ২৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিতরণ হল মানিকপুর মিলগেট এলাকায় শীত বস্ত্র প্রদান অনুষ্ঠান। ২০২৪ সালের কে স্বাগত জানিয়ে সবার শুভ মঙ্গল ও সুস্থ কামনা করে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসকে স্মরণ করে হয়ে গেল আই এন টি টি ইউ সির উদ্যোগে শীত বস্ত্র প্রদান অনুষ্ঠান সাঁকরাইলের মানিকপুর অঞ্চলে। অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন সাঁকরাইল আইএনটিটিইউসির সভাপতি শেখ আহমেদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লক সভাপতি অমৃত বোস, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ তপন পাল, মানিকপুর অঞ্চল সভাপতি অলোক অধিকারী সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দ।
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসকে স্মরণ করে হয়ে গেল আই এন টি টি ইউ সির উদ্যোগে শীত বস্ত্র প্রদান অনুষ্ঠান সাঁকরাইলের মানিকপুর অঞ্চলে।












Leave a Reply