পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বুধবার সকাল থেকেই পূর্ব বর্ধমানের বড়শুল, মেমারি, কালনা, কাটোয়া, গুসকরা, রায়না, জামালপুর, গলসি ও খণ্ডঘোষ রুটে বাস চলাচল হঠাৎই বন্ধ হওয়ায় ফলে চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ ও স্কুল কলেজ পড়ুয়ারা।
ট্রাক চালকদের ডাকা ট্রাক ধর্মঘট উঠে গেলেও বাস চালকরা কার্যত বিনা নোটিশে বাস ধর্মঘটে সামিল হন। বুধবার সকাল থেকেই আলিশা বাস স্ট্যান্ডে দেখা যায় বাস ধরতে আসা সাধারণ যাত্রীরা বাস স্ট্যাণ্ডে অপেক্ষা করেন। কিন্তু তারা প্রথমে বুঝতে পারেনি কি কারণে বাস চলাচল বন্ধ। এদিন সরকারি বাস ছাড়া বেসরকারি বাসই সকাল থেকে রাস্তায় নামেনি।
বাস না পেয়ে সাধারণ মানুষজন অগত্যা বেশী ভাড়া দিয়ে অন্য যানবাহনের মাধ্যমে গন্তব্যে পৌঁছান। এদিন বেলা একটার দিকেও রাস্তায় নামল না বেসরকারি বাস।
যাত্রীরা জানান আমরা জানতাম না যে বাস বন্ধ ট্রেন থেকে নেমেই জানতে পারছি যে বাস বন্ধ হলে চরম সমস্যায় পড়তে হচ্ছে। বাড়তি অর্থ খরচ করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।
Leave a Reply