নিজস্ব সংবাদদাতা, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-পরিবহন দপ্তরের কালা আইনের বিরুদ্ধে আন্দোলনে নামলো অল ড্রাইভার ওয়েলফেয়ার এসোসিয়েশন, পূর্ব বর্ধমান জেলা কমিটি। এদিন তারা বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের বাঁকুড়ার মোড় থেকে পায়ে হেঁটে মিছিল করে তেলিপুকুর আসতেই মিছিল আটকায় জেলা পুলিশ। এদিন অল ড্রাইভার ওয়েলফেয়ার এসোসিয়েশনের মিছিল রুখতে ঘটনা স্থলে হাজির হন ডি এস পি হেড কোয়ার্টার রাকেশ চৌধুরী,আই সি সুখময় চক্রবর্তী সহ বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী।অল ড্রাইভার এসোসিয়েশন, মিছিলের জেরে তেলিপুকুর এলাকায় দীর্ঘক্ষণ স্তব্দ হয়ে যায় যান চলাচল।অল ড্রাইভার ওয়েলফেয়ার এসোসিয়েশনের রাজ্য সভাপতি আজাহার মণ্ডল বলেন পরিবহনের যে নতুন আইন তুলে দেওয়া হয়েছে যে গিড়ি চালানোর সময় গাড়িতে কোনো ব্যাক্তি চাপা পড়েন সেই ব্যাক্তি কোনো হাসপাতাল বা প্রশাসনের হাতে তুলে দিতে হবে।তা না করে যদি কোনো ট্রাক চালক দূর্ঘটনার পর ট্রাক নিয়ে চলে যান তাহলে সেই অভিযুক্ত ড্রাইভারের বিরুদ্ধে মামলা করা হবে। এবং ১০ বছর কারাদণ্ডের পাশাপাশি ৫ লক্ষ্য টাকা জরিমানা করা হবে। পরিবহন দপ্তরের এই কালা আইনের বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই বর্ধমান জেলা সহ দেশের সব জায়গায় ট্রাক চালকরা ট্রাক চালানো বন্ধ করে ঘড়ে বসে আছেন বলে জানান আন্দোলন কারীরা।
বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের বাঁকুড়ার মোড় থেকে পায়ে হেঁটে মিছিল করে তেলিপুকুর আসতেই মিছিল আটকায় জেলা পুলিশ।

Leave a Reply