নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- সূত্রের খবর গত শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলো এই মৃত ব্যক্তি (শেখ মাজেদ) 45। পরিবারের সূত্রে খবর উক্ত দিনে বন্ধুদের নিয়ে পিকনিক করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন ,, তাঁর পর আর বাড়ি ফিরেনি ,, রাত হতেই খোঁজখবর শুরু করে পরিবারের লোকজন ,,, শেষমেষ না পাওয়ায় পরের দিন অর্থাৎ শনিবার জয়পুরেথানায় মিসিং ডাইরী করে,, এবং পুলিশ ঘটনাস্থলে আসার পরে দেখে পাশেই রয়েছে একটি গভীর পুকুর নাম – হোরেম। সেই মতো মাছ ধরা জাল নামানোর কথা বলে এবং আজ সকালে জেলেদের নিয়ে জাল নামলে জালে উঠে আসে শেখ মাজেদের মৃত দেহ,,,,
আর দেহ উঠে আসতেই খুণের অভিযোগ তুললেন এলাকার মানুষ তাদের দাবি ওই ব্যক্তির সাথে ওর বন্ধুদের মন্তব্য অবস্থায় ঝামেলা হয়েছিল আর তারপর থেকেই নিখোঁজ ছিল।
পুকুর থেকে এক মৃত দেহ উদ্ধার ।

Leave a Reply