পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আন্ডাপাসের দাবিতে বর্ধমান মিরছোবা এলাকায় দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা।পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তোলা হয়।
যান চলাচলের সুবিধার্থে পশ্চিম বাংলার অধিকাংশ এলকায় চলছে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ।কোথাও আবার নতুন করে করা হচ্ছে উড়াল পুল,আন্ডার পাস।আর এই আন্ডার পাসের দাবিতে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকায় এক প্রকার অবরুদ্ধ হয়ে যায় জাতীয় সড়ক। বিক্ষোভ কারিদের বিক্ষোভের জেরে আটকে পড়ে সরকারি বাস,লড়ি সহ একাধিক গাড়ি। আন্ডার পাসের দাবিতে পুরুষদের পাশাপাশি জাতীয় সড়কে বসে পড়েন স্থানীয় মহিলারাও।পরে সদর থানার আই সি সুখময় চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনীর হস্তক্ষেপে জাতীয় সড়ক থেকে বিক্ষোভ তোলেন স্থানীয় বাসিন্দারা।
বিক্ষোভ কারিরা বলেন দীর্ঘদিন ধরে এই এলাকায় জাতীয় সড়ক পারাপারের জন্য অন্য কোনো পথ নেই।এই এলাকা থেকে প্রতিদিন স্কুলের ছাত্র ছাত্রীরা সহ বহু মানুষ যাওয়া আসা করেন।আন্ডার পাস না থাকায় প্রায় দিন দূর্ঘটনা ঘটে। বহুবার এখানে আন্ডার পাসের দাবি জানান হয়েছে। কোনো কাজ হয়নি তাই বাধ্য হয়েই এই অবরোধ বলে জানান আন্দোলন কারীরা।
Leave a Reply