পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- বর্ধমান শহরের বিভিন্ন অবৈধভাবে চলা মধুচক্র এবং অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে বর্ধমান থানায় ডেপুটেশন প্রদান করল বর্ধমান জেলা বিজেপি যুব মোর্চা। ডেপুটেশন প্রদান বিষয়ে পূর্ব বর্ধমান জেলা বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক সুধীর রঞ্জন সাউ বলেন, আপনারা দেখেছেন বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় অবৈধভাবে মধুচক্র এবং অসামাজিক কার্যকলাপ চলছে। বর্ধমান শহরের বেশকিছু হোটেলে প্রায় প্রতিনিয়তই মধুচক্রের আসর বসছে। তাই আজ পূর্ব বর্ধমান জেলা বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে আমরা পাঁচজন প্রতিনিধি দল লিখিতভাবে বর্ধমান থানায় এই বিষয়ে অভিযোগ জানালাম।
মধুচক্র এবং অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে বর্ধমান থানায় ডেপুটেশন প্রদান।

Leave a Reply