শান্তিপুরে শুরু হল এমএলএ কাপ ক্রিকেট টুর্নামেন্ট।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদীয়ার শান্তিপুরে এই প্রথম অনুষ্ঠিত হলো ২০২৪ ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার শান্তিপুর ১৭ নম্বর ওয়ার্ডের রামনগর মাঠে শান্তিপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের শুভ সূচনা করেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। মঞ্চে ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকসহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। জানা যায় আগামী দুদিন ধরে চলবে এই ক্রিকেট টুর্নামেন্ট। যদিও শান্তিপুর বিধানসভা এলাকার স্বনামধন্য খেলোয়াড়দের নিয়ে চলছে এই টুর্নামেন্ট। বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জানান, স্বামী বিবেকানন্দ উইনার্স কাপ ও নেতাজি সুভাষচন্দ্র রানার্স কাপ আয়োজনে এই টুর্নামেন্ট। শান্তিপুরের মানুষ এমনিতেই খেলা প্রেমী, আর এই টুর্নামেন্ট দেখতে অসংখ্য খেলা প্রেমিক মানুষ মাঠের চারপাশে ভিড় জমিয়েছেন। এই টুর্নামেন্ট আগামী দুদিন ধরে চলবে বলে জানা গেছে উদ্যোক্তাদের কাছ থেকে। অন্যদিকে বিধায়ক কাপ ক্রিকেট টুর্নামেন্টে শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার নিজেও মাঠে নামেন ক্রিকেট খেলতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *