নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- ১৮৬২ সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দ । বাঙালি তথা দেশবাসীর কাছে বিবেকানন্দ এক আবেগ। তাঁর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাতে, প্রতি বছর দেশজুড়ে তাঁর জন্মদিনে নেওয়া হয় নানা কর্মসুচি। বীর পুরুষ স্বামী বিবেকানন্দর জন্মজয়ন্তী উপলক্ষ্যে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাঁটি শ্মশান কালী মন্দির থেকে বিশিণ্ডা পাহাড় পর্যন্ত একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। গঙ্গাজলঘাটির মা নাচন চণ্ডী মিলন মন্দির কমিটির পরিচালনায় আয়োজিত হয় এই ম্যারাথন দৌড়ের। স্থানাধিকারীদের হাতে বিভিন্ন পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়। যুব সমাজ কে আরো বেশি মাঠমুখী করতে এদিনের এই ম্যারাথন দৌড়ের আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। আগামী দিনেও এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তাঁরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের দলনেতা প্রদীপ চক্রবর্তী, শালতোড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বপন বাউরী, বাঁকুড়া সাংগঠনিক জেলা INTTUC সভাপতি রথীন ব্যানার্জি সহ আরো অনেকে।
বাঙালি তথা দেশবাসীর কাছে বিবেকানন্দ এক আবেগ, তাঁর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাতে, প্রতি বছর দেশজুড়ে তাঁর জন্মদিনে নেওয়া হয় নানা কর্মসুচি।

Leave a Reply