৭৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জোতরাম বিদ্যাপীঠ পরিচালন কমিটির উদ্যোগে এবং জোতরাম বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের প্রাক্তনীদের সহযোগিতায় পালিত হলো পুনর্মিলন উৎসব।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ – গুটি গুটি পায়ে বর্ধমান দু’নম্বর ব্লকের জোতরাম বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় ৭৫ তম বর্ষে পদার্পণ করল। এই ৭৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জোতরাম বিদ্যাপীঠ পরিচালন কমিটির উদ্যোগে এবং জোতরাম বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের প্রাক্তনীদের সহযোগিতায় পালিত হলো পুনর্মিলন উৎসব। দু’দিনব্যাপী এই অনুষ্ঠানে আর শুভ সূচনা হয়। আজ অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকলি তা গুপ্ত, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যজ্যোতি দাস, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার,পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দেবদীপ রায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার,বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতে প্রধান রাখি সাঁতরা, বৈকুন্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি, বিশিষ্ট সমাজসেবী আজাদ রহমান, উদযাপন কমিটির সভাপতি অনুপ কুমার ভট্টাচার্য, জোতরাম বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *