নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর :- মূলত রাজ্যস্তরে অনূর্ধ্ব১৪ বালিকা বিভাগে চারজন কুশমন্ডি’র কন্যাশ্রীরা রাজ্য স্তরীয় দলে খেলার সুযোগ পেয়েছেন। তারা বয়স ভিত্তিক সেই দলে ইতি মধ্যেই যোগদান করতে রাঁচিতে গেছেন। শুধু তাই নয় কুশমন্ডি ব্লকের আরো দু’জন ভারতীয় জাতীয় দলে বয়স ভিত্তিক বিভাগে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। তারা আগামীকাল দেশের হয়ে খেলার জন্য কুশমন্ডি ত্যাগ করবেন। উত্তরবঙ্গ তথা রাজ্যের মধ্যে কুশমন্ডি ও সরলা হাইস্কুলের কন্যাশ্রী মেয়েদের এমন নজর কারা সাফল্যে গর্বিত গোটা রাজ্য।
পাশাপাশি জানা গেছে সরলা স্কুলের ফুটবল প্রশিক্ষক তথা কোচ বিনা পারিশ্রমিকে এতদিন তাদের কোচিং করিয়েছেন। বা শিক্ষা প্রদান করেছেন। আজ কুশমন্ডি পঞ্চায়েত সমিতির টাঙ্গন ভবনে জেলা প্রশাসনের তরফে কন্যাশ্রীদের আর্থিক সাহায্য সহ খেলার সামগ্রী প্রদান করা হয়। শুধু তাই নয় এর পূর্বে কুশমন্ডি’র সোনার মেয়ে অনুপ্রিয়া জাবলিন থ্রোতে দেশের মধ্যে সোনা জিতেছিলেন এবং রাজ্যের মুখ উজ্জ্বল করেছিলেন । আজ তাকেও জেলা প্রশাসনের তরফ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলাশাসক ব্রিজেন কৃষ্ণা, কুশমন্ডি ব্লকের বিডিও দর্শনা সুব্বা, কুশমণ্ডি থানার আইসি তপন পাল। পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়াম মাড়ডী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
Leave a Reply