পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ – ২০ শে জানুয়ারি অর্থাৎ আজ থেকে শুভ উদ্বোধন হলো ১৬ তম কাঞ্চন উৎসব। বর্ধমান বাসির প্রাণের উৎসব এই কাঞ্চন উৎসব। বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা কাঞ্চন উৎসব কমিটির সভাপতি খোকন দাসের নেতৃত্বে প্রতিবছর শহর বর্ধমানের কঙ্কালেশ্বরী কালীবাড়ি মাঠে অনুষ্ঠিত হয় এই কাঞ্চন উৎসব। বলিউডের এবং টলিউডের শিল্পীরা এই অনুষ্ঠানে তাদের সংগীত পরিবেশন করবেন।এ বছর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের বিখ্যাত ড্যান্স কোরিওগ্রাফার প্রভু দেবা। পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন মন্ত্রী, বিধায়ক এবং কাউন্সিলারা।
বর্ধমান বাসির প্রাণের উৎসব কাঞ্চন উৎসব।

Leave a Reply