সংসার কর্মে দশভূজা হয়েও সে একজন সাহিত্য সেবী, সময় পেলেই বসে যান খাতা কলম নিয়ে।

আবদুল হাই, বাঁকুড়াঃ-  বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের প্রত্যন্ত অঞ্চল অখ্যাত গোবিন্দপুর গ্রামের এক সাধারন গৃহবধূ স্নিগ্ধা ঘোষ সরকার ।সংসার কর্মে দশভূজা হয়েও সে একজন সাহিত্য সেবী। সময় পেলেই বসে যান খাতা কলম নিয়ে। কবিতা লেখা তার নেশা,তার প্রথম প্রেম কবিতায়। ইতিমধ্যে এসে লিখে ফেলেছে আস্ত একটা কবিতার বই। কাব্যগ্রন্থটির নাম নাম প্রথম আলো। এই কবিতার বইটি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হয়েছে গত একুশে জানুয়ারি, 2024. বইটি প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা বামাক্ষ্যাপা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা আধ্যাত্মিক জগতের মহান পুরুষ সব্যসাচী চৌধুরী। অখ্যাত গোবিন্দপুর গ্রাম, যেখানে প্রচারের আলো পৌঁছায় না। সেই গ্রামে রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছেন গৃহবধূ স্নিগ্ধা ঘোষ সরকার ।এখন তার পরিচয় শুধুমাত্র গৃহবধূ নয় তিনি একজন নাম-জাদা লেখিকা, কবি, সাহিত্যিক। এই অক্ষয় কীর্তিতে গর্বিত গ্রামবাসী, গর্বিত পরিবার, গর্বিত জেলা। সত্যিই নারী শক্তির তুলনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *