গুলি করে খুনের চেষ্টা চালালো স্থানীয় দুষ্কৃতীরা, চাঞ্চল্য এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, মালদা ২৮ জানুয়ারিঃ- বাবা ও ছেলেকে গুলি করে খুনের চেষ্টা চালালো স্থানীয় দুষ্কৃতীরা। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার পশ্চিম বেলগুড়া গ্রামে। গুলিবিদ্ধ জখম দুইজনকেই চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সাংসদ রাহুল গান্ধী মালদায় সফরের আগে হরিশ্চন্দ্রপুরে গুলি চালানোর ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানার পশ্চিম বেলশুর গ্রামের ঘটনা।গুলিবিদ্ধ দুই ব্যক্তির নাম সাইজুল হক(৫২) এবং তার ছেলে আব্দুল রহিম (৩২)।গুলি চালানোর অভিযোগ উঠেছে প্রতিবেশী হাসান আলী আহমেদ এবং বজলুর রহমানের বিরুদ্ধে। সাইজুল হকদের জমিতে শৌচালয় নির্মাণ নিয়ে অভিযুক্ত প্রতিবেশীদের সঙ্গে তাদের বিবাদ হয়।সেই বিবাদের জেরেই অভিযুক্তরা গুলি চালিয়েছে বলে অভিযোগ।আহত দুই ব্যক্তি হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন। গুলি চালানোর পর স্থানীয়রা ধাওয়া করলে অভিযুক্তরা পালিয়ে যায়।ঘটনাস্থলে পৌছেছে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ। সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
আহতদের পরিবারের অভিযোগ, এলাকার একটি গ্রামীণ শৌচালয় নির্মাণ কি ঘিরেই এই গন্ডগোলের সূত্রপাত হয়। নিম্নমানের কাজ করার প্রতিবাদ করে গ্রামেরই জনৈক বাবা ও ছেলে। এরপরই স্থানীয় দুষ্কৃতীরা দুইজনকে গুলি করে বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত হাসান আলী এবং তার দল বলে বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের হয়েছে অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *