পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ৫ নম্বর অঞ্চলের ধাদিকা এলাকার ক্ষতিগ্রস্ত চাষীদের,সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ রূপনারায়ণ বন বিভাগের অন্তর্গত আমলাগোড়া বনবিভাগের আধিকারিক খুরশিদ আলম হাতির তাণ্ডবের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে কার্যত ক্ষোভের মুখে পড়তে হয় বন বিভাগের আধিকারিককে,পাশাপাশি পা ধরে ক্ষতিপূরনের আবেদন জানাতে দেখা যায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সদস্যদের। তবে এই দিন আমলাগোড়া রেঞ্জের বন আধিকারিক খুরশিদ আলম জানিয়েছেন তদন্ত করে সমস্ত ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপূরণ দেওয়া হবে। প্রসঙ্গত গত দুই থেকে তিন দিন ধরে ২৫ থেকে ৩০ টি হাতির একটি বড় দল তান্ডব চালায় ওই এলাকায়, এই তান্ডবের ফলে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৩০ থেকে ৩৫ বিঘা জমির আলু।
হাতির তাণ্ডবের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন আমলাগোড়া রেঞ্জের বন আধিকার।

Leave a Reply