একবার চার্জ দিলেই দিব্যি পাড়ি দিতে পারেন কয়েক শো কিমি। এমন অভিনব ব্যাটারি চালিত নানান গাড়ি তৈরি করে নজীর গড়েছে বাঁকুড়ার সিং মোটোরস।

আবদুল হাই, বাঁকুড়াঃ – জ্বালানি খরচ নেই বললেই চলে, নেই দুষণের বালাই। একবার চার্জ দিলেই দিব্যি পাড়ি দিতে পারেন কয়েক শো কিমি। এমন অভিনব ব্যাটারি চালিত নানান গাড়ি তৈরি করে নজীর গড়েছে বাঁকুড়ার সিং মোটোরস। তাদের সব থেকে হট কেক ইলেকট্রিক জীপ। চার আসনের গীয়ার যুক্ত এই অভিনব ট্রেন্ডি লুকের জীপ গাড়ির চাহিদা এখন তুঙ্গে।
আপনি চাইলে,এই গাড়ীর পাওয়ার এবং ব্যাটারি ব্যাকআপ আপনার ইচ্ছে মতো বাড়িয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কত খরচা হতে পারে,বা এই গাড়ী ব্যবহারে কি,কি সুবিধা রয়েছে?প্রতি কিমি খরচ কত? এই সব তথ্য সাংবাদিকের এর ক্যামেরায় বিস্তারিত জানালেন সিং মোটরসের কর্ণধার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *