পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আগামীকাল থেকে গোটা রাজ্য জুড়ে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার সময়সূচী এবার পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তিত সময়সূচির মধ্যে মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন তাই জেলা এসএফআইয়ের পক্ষ থেকে পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। তাদের মূল দাবি গুলি হল গ্রামীন এলাকায় মাধ্যমিক পরীক্ষার সময় বাসের সংখ্যা বাড়াতে হবে,মাধ্যমিক পরীক্ষার সময় যানবহন নিয়ন্ত্রণে জেলা প্রশাসনকে আরো বেশি উদ্যোগ গ্রহণ করতে হবে। এই সমস্ত বিষয় নিয়েই আজ জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। এসএফআইয়ের পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী বলেন, আপনারা জানেন আগামীকাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এ বছর মাধ্যমিক পরীক্ষা সময়সূচি পরিবর্তন হয়েছে। প্রায় দু ঘন্টা এগিয়ে এসেছে মাধ্যমিক পরীক্ষা। আবহাওয়ার খামখেয়ালির জন্য আপনারা দেখতে পাচ্ছেন কেমন কুয়াশাচ্ছন্ন অবস্থা। তাই সকালে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে অসুবিধার সম্মুখীন হতে হবে।তাই জেলা এসএফআই এর পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করলাম যাতে মাধ্যমিক পরীক্ষার্থীরা সবাই সুস্থভাবে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারে। বিশেষ করে গ্রামীন এলাকায় বাসের সংখ্যা কম থাকায় এইরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এসএফআইয়ের পক্ষ থেকে জেলাশাসনের কাছে ডেপুটেশন প্রদান।












Leave a Reply