নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-সাংবাদিক একাদশ বনাম প্রশাসন একাদশ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলো বালুরঘাটে। এদিন বিকেলে বালুরঘাট পুলিশ লাইন মাঠে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। জেলার সাংবাদিকদের সাথে প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা শাসক, অতিরিক্ত জেলাশাসক (ভূমি রাজস্ব), মালদা বিভাগীয় আইজি প্রসূন বন্দোপাধ্যায় প্রীতি ম্যাচে অংশগ্রহণ করেন।
দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজিন কৃষ্ণা জানান, সংবাদমাধ্যমের সাথে প্রশাসনিক আধিকারিকদের খেলায় একটি সামাজিক বন্ধন তৈরি হয়। সামাজিক কারণে উভয় পক্ষের নিবিড় বন্ধনের জন্য এদিন প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল।
Leave a Reply