নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ প্রত্যক্ষদর্শীরা বলেন,এ দিন দুপুরে মোটরবাইকে এক বন্ধুর সাথে হেভি মোড়ের দিকে যাচ্ছিল অভিজিৎ নামে এক যুবক।উল্টো দিক থেকে আসা একটা সিলিন্ডার বোঝাই লরির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুই যুবক ছিটকে পড়ে রাস্তার উপর।ওই সময়ে ওই পথ দিয়ে কলকাতা যাচ্ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তাঁর দেহরক্ষী কর্মীদের নিয়ে দুর্ঘটনায় জখম আহতদের গাড়িতে করে নিয়ে যান হাসপাতালে। হাসপাতালের চিকিৎসক অভিজিৎ কে মৃত বলে ঘোষণা করেন।
এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত যুবকের নাম অভিজিৎ পাল বাঁকুড়া সদর থানার জামবনি গ্রামের বাসিন্দা ও আহত যুবকের নাম নিত্যপ্রসাদ পাল। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এই খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন
Leave a Reply