পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- লোকসভা ভোটকে সামনে রেখে দিকে দিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে রাজনৈতিক কর্মী সম্মেলন। পাশাপাশি দশই মার্চ বিগ্রেড সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই মতো বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমল যুব কংগ্রেসের পক্ষ থেকে বড়শুলের কুটুমবাড়ি অনুষ্ঠান ভবনে রাজনৈতিক কর্মীসভা ও প্রস্তুতি সভার আয়োজন করা হয়। আজ এই কর্মীসভায় উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দেবদীপ রায়, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি মোহাম্মদ হাবিব সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। মূলত লোকসভা ভোটের আগে কর্মীদের উজ্জীবিত করতেই এই রাজনৈতিক কর্মীসভার আয়োজন।
বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমল যুব কংগ্রেসের পক্ষ থেকে বড়শুলের কুটুমবাড়ি অনুষ্ঠান ভবনে রাজনৈতিক কর্মীসভা ও প্রস্তুতি সভার আয়োজন করা হয়।












Leave a Reply