নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর , ৩ মার্চ :- দক্ষিণ দিনাজপুর অন্তজেলা ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৪ হচ্ছে বালুরঘাটে। জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ও অভিযাত্রী ক্লাবের ব্যবস্থাপনায় রবিবার সকালে শুরু হয়েছে একদিনের দিবারাত্রি অন্তজেলা ভলিবল চ্যাম্পিয়নশিপ। এদিন পতাকা উত্তলন করে খেলার শুভ সূচনা হয় অভিযাত্রী ক্লাবের স্বপ্নরত্ন মাঠে।
এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুরুষ বিভাগে ১০ টি দল ও মহিলা বিভাগে চারটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। দিবারাত্রি এই টুর্নামেন্টে প্রথমে লিগ পর্যায়ে ও পরে নক আউট পর্যায়ে খেলা হবে। এদিন অভিযাত্রী ক্লাবের সভাপতি বিপ্লব দেব, সম্পাদক সুমিত চক্রবর্তী ও জেলা ক্রীড়া সংস্থার ভলিবল সচিব জয়ব্রত দে, ভলিবল সাব কমিটির চেয়ারম্যান বিদ্যুৎ রায় প্রমুখ উপস্থিত রয়েছেন। দিবারাত্রি একটু টুর্নামেন্ট শেষে পুরুষের চ্যাম্পিয়ন, রানার্স, মহিলার চ্যাম্পিয়ন, রানার্স ও দুই বিভাগের ম্যান অফ দ্য টুর্নামেন্টের ট্রফি তুলে দেওয়া হবে।
ক্লাব সম্পাদক সুমিত চক্রবর্তী বলেন, ‘ক্রিকেট ও ফুটবলে যথেষ্ট উন্মাদনা ও সাড়া পায়। সেই নিরিখে ভলিবল পিছিয়ে পড়া খেলা। এই টুর্নামেন্টে এবার আমরাও অংশ নিয়েছি।আমাদের দেখে অন্য ক্লাব ভলিবল টুর্নামেন্ট আশা করি আয়োজন করবে। এভাবেই আগামীতে ভলিবলের পরিকাঠামো জেলায় তৈরি হবে।’
Leave a Reply