মমতাময় নারীদের শ্রদ্ধা সম্মান জানাতে বিশেষ উদ্যোগ।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ-  নারী দিবসের তাৎপর্য এখন সকলেরই জানা। লিঙ্গ বৈষম্য দূর করা, নারীদের অর্থনৈতিক, সামাজিক উন্নয়ন, শিক্ষায় আর কর্মক্ষেত্রে নারীদের পুরুষদের সমান অধিকার। এই উদ্দেশ্যগুলিকে স্মরণ করিয়ে দিতে প্রতি বছর নারী দিবস পালিত হয়। আজ যারা কিশোরী নারী ভবিষ্যতের তারা মা। নারীর বিভিন্ন রূপ। কখনো সে মা, কখনো ভগিনী, কখনো প্রেমিকা, কখনো স্ত্রী। নারী ছাড়া সংসার, পরিবার অন্ধকার । সংসারে নারী লক্ষ্মী রুপী। নারী ছাড়া পুরুষ ছন্নছাড়া। নারী স্নেহময়ী মা, রূপে দেবী সরস্বতী ,গুণে লক্ষ্মী দেবী। আবার অন্যায়ের প্রতিবাদে ভয়ংকরী। নারী চরিত্র বৈচিত্র্যময়। বিচিত্র রূপিণী নারী সত্যিই ঈশ্বরের অপূর্ব সৃষ্টি। এই মমতাময় নারীদের শ্রদ্ধা সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন ইন্দাস থানা এলাকার সাংবাদিক আব্দুল হাই ।তিনি পাহাড় পুর, করিশুন্ডা সহ অন্যান্য এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে তাদের হাতে শ্রদ্ধা আর ভালোবাসার অর্ঘ্য তুলে দিলেন। শাঁখ বাজিয়ে কপালে চন্দনের ফোঁটা দিয়ে গলায় উত্তরীয় পরিয়ে শ্রদ্ধার্ঘ দিলেন দামী চকলেট, পুষ্পস্তবক আর নানা উপহার। উপহার পেয়ে সব বয়সের নারীরা মহা খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *