স্বর্ণপদক প্রাপ্ত বংশীহারী ব্লকের ছাত্রকে আর্থিক সাহায্য ও সম্বর্ধনা জ্ঞাপন।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ক্রীড়াতে রাজ্য স্তরে স্বর্ণপদক প্রাপ্ত বংশীহারী ব্লকের ছাত্রকে আর্থিক সাহায্য ও সম্বর্ধনা জ্ঞাপন করলেন BDO ও সভাপতি
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ৩৯ তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বংশীহারী ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের গাড়ুল SSK এর তৃতীয় শ্রেণীর ছাত্র সহদেব ওরাও ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছেন।
ঘটনার উল্লেখ্য, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ৩৯ তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত ৯ এবং ১০ ই মার্চ অনুষ্ঠিত হয় বহরমপুরে।
সোমবার আনুমানিক ১টা নাগাদ বংশীহারী সমষ্টি উন্নয়ন দপ্তরে বংশীহারী ব্লক এবং বংশীহারী পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে স্বর্ণপদক প্রাপ্ত সহদেব ওরাওকে আর্থিক সাহায্য এবং সম্বর্ধনা জ্ঞাপন করলেন বংশীহারী BDO সুব্রত বল মহাশয় এবং বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গনেশ প্রসাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *