নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- গত ৮ ই ফেব্রুয়ারি সকালে বাড়ি থেকে বের হয়ে যায় ৪৫ বছরের পূর্ণিমা দে নামে এক মহিলা বাড়ি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ঠাকুররাণী পুষ্করীণি গ্রামে। গায়ের রং উজ্জল শ্যামবর্ণ উচ্চতা পাঁচ ফুট। পড়নে ছিল লাল হলুদ ছাপা শাড়ি। পূর্ণিমা দে এর স্বামী কর্মসূত্রে কলকাতায় থাকেন। ঐ দিন বৈকাল থেকে আত্মীয় স্বজন ও অন্যান্য জায়গায় খোঁজাখুঁজি করেন বাড়ির লোকজন। কিছুদিন পর ইন্দাস থানায় একটি লিখিত অভিযোগ করেন পরিবারের লোকজন।আজ এক মাস হলো এখনো পর্যন্ত পূর্ণিমা দে এর কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানান মা। মেয়ের কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন মা।যদি কোন সহৃদয় ব্যক্তি খোঁজ পান তাহলে 7679633409 ,7679820636এই ফোন নম্বরে যোগাযোগ করবেন।
নিখোঁজ ৪৫ বছরের এক মহিলা।

Leave a Reply