পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার মেচেদার মিতালী সংগ্রহ মাঠে দীর্ঘ দিন ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার পর ফাইনালে চমক দেখালো যাদবপুর। দীর্ঘ কয়েক দিন ধরে চলছিল ক্রিকেট টুর্নামেন্ট কোলাঘাটের মেচেদার মিতালী সংঘর মাঠে। আজ প্রথমে মহিলা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হয় পরে ছেলেদের ক্রিকেট টুর্নামেন্টেরও ফাইনাল খেলা হয়। সেখানে দেখা গেল যাদবপুর এবং খড়গোপুর এর মধ্যে তুমুল লড়াইয়ের পর শেষ হাসি হাসে যাদবপুর। এই ক্রিকেট টুর্নামেন্ট কে ঘিরে চলে রক্তদান শিবির থেকে শুরু করে নানান অনুষ্ঠান। বিভিন্ন জেলা থেকে ক্রিকেট টিম অংশ গ্রহণ করেছিলেন কয়েক দিন ধরে। ফাইনাল খেলার পর সাংস্কৃতিক অনুষ্ঠানেও মতে ক্রিকেট পিপার সু ভক্তরা। মূলত মেছেদা এলাকার ক্রিকেট বিবার সুখ মানুষরা মুখিয়া হয়ে থাকে মিতালী সংগ্রহের মাঠের ক্রিকেট টুর্নামেন্ট দেখার জন্য কারণ এই ক্রিকেট টুর্নামেন্ট বিভিন্ন জেলা থেকে ক্লাব অংশ গ্রহণ করেন।
পূর্ব মেদিনীপুর জেলার মেচেদার মিতালী সংগ্রহ মাঠে দীর্ঘ দিন ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার পর ফাইনালে চমক দেখালো যাদবপুর।

Leave a Reply