মঙ্গলবার আনুষ্ঠানিক ভোট প্রচারের সূচনা করলেম তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী।

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া : বাঁকুড়া শহরে মহা মিছিল ও মন্দির,মসজিদ, গীর্জায় প্রার্থনার মধ্য দিয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক ভোট প্রচারের সূচনা করলেম তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী। তার এই বর্ণাঢ্য মিছিল দেখতে শহরবাসীদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে।আদিবাসী নাচের দল, ঢাকের বাদ্যি আর তৃণমূলের থিম সঙ্গে জমজমাট ছিল আহব।প্রথমে সতীঘাটে ছিন্নমস্তা মন্দিরে পুজো দিয়ে ভোটের ময়দানে নেমে পড়লেন বর্ষীয়ান তৃণমূল নেতা অরুপ চক্রবর্তী। তিনি এরপর মাচানতলা মসজিদে দোহা প্রার্থনার পর চার্চমোড়ে গীর্জায় প্রভু যীশুর আশীর্বাদ চেয়ে নেন।তিনি বলেন মন্দির,মসজিদ ও গীর্জায় প্রার্থনার মধ্য দিয়ে ভোটের প্রচার শুরু করলেন।তিনি সর্বধর্মের মানুষের আশীর্বাদ নিয়ে মা,মাটি মানুষের প্রতিনিধি হিসেবে দিল্লীতে যেতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *