নানা রকমের ফুলের আবির তৈরীর কাজ চলছে জোরকদমে।

আবদুল হাই, বাঁকুড়াঃ সামনেই দোল। আর মাত্র কয়েকটা দিন পরই ‘রঙের উৎসবে’ মাতবে বঙ্গবাসী। আর তাই আবিরের চাহিদা মেটাতে দিন রাত এক করে আবির তৈরীর কাজ করেছেন খাতড়ার বিবেকানন্দ রোডের একটি আবির তৈরীর সঙ্গে যুক্ত সংস্থার কর্মীরা।
দোল বাঙালির এক অন্যতম উৎসব। দোলের রঙে রঙিন হতে উৎসবে মাতেন আট থেকে আশি। উৎসব উপলক্ষে থাকে বিভিন্ন রঙের আবিরের চাহিদা। বর্তমানে চাহিদা বেড়েছে ভেষজ আবিরের।
খাতড়ার এই আবির তৈরি সংস্থার তরফে জানানো হয়েছে, ক্যামিক্যাল যুক্ত আবিরের দিন শেষ, এখন মানুষ ভেষজ আবিরেই দিকেই বেশী ঝুঁকছেন। তাই ক্রেতাদের সুরক্ষা ও চাহিদার কথা মাথায় রেখেই বিভিন্ন ধরণের ফুলের আবির তৈরীর উপরেই তারা বেশী জোর দিয়েছেন।

খাতড়ার এই আবির তৈরীর কারখানায় গিয়ে দেখা গেল, উপস্থিত সব কর্মীরাই কাজে ব্যস্ত, দম ফেলার ফুসরৎ নেই কারও। একদিকে নির্দিষ্ট পদ্ধতি মেনে আবির তৈরী হচ্ছে, অন্যদিকে তখন কেউ উৎপাদিত আবির প্যাকেটজাত করার কাজ চালাচ্ছেন। কারণ দোল উৎসবে বঙ্গবাসীকে রঙে রঙিন করে তুলতে খাতড়ার এই আবিরের জুড়ি মেলা ভার যে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *