এ বার ফুটবল পায়ে মুন্সিয়ানা দেখালেন দিলীপ ঘোষ।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- এ বার ফুটবল পায়ে মুন্সিয়ানা দেখালেন দিলীপ ঘোষ। বর্ধমানের টাউন স্কুল মাঠে ফুটবল পায়ে একের পর এক গোল করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বললেন, গোলও দিই, শটও মারি। আমাদের একদম টার্গেট ফিক্সড। তাঁর বিপক্ষ ক্রিকেটের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের প্রাক্তন সদস্য কীর্তি আজাদ এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ তিনিও সুযোগ পেলেই মাঠে নেমে পড়ছেন। ব্যাট হাতে চার ছক্কা হাঁকাতে দেখা গিয়েছে।

মঙ্গলবার সকালে হাঁটা, ফুটবল খেলার পর বর্ধমান শহরের বাদামতলায় চায়ে পে চর্চা করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তার ফাঁকেই চলে জনসংযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *