জেলাশাসক দপ্তরের নমিনেশন ফাইল করলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী নির্মল মাঝি ও বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী তশবিরুল ইসলাম ।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-পূর্ব বর্ধমান জেলাশাসক দপ্তরের নমিনেশন ফাইল করলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী নির্মল মাঝি ও বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী তশবিরুল ইসলাম । নির্মল মাঝি ও তশবিরুল ইসলাম নিজের নমিনেশন দাখিল করে সাংবাদিকদের মুখোমুখি হন। এসইউসিআই প্রার্থী নির্মল মাঝি বলেন, বর্ধমান পূর্ব কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘুরেছি নির্বাচনের প্রচারে তাতে প্রচুর সাড়া পেয়েছি মানুষের . দেশে ৫২ সাল থেকে যে নির্বাচন হয়ে আসছে সেই নির্বাচনে মানুষের জীবনে কোন সুরাহা হয়নি. বিজেপি কংগ্রেস তৃণমূল রাজনৈতিক দলগুলি যেভাবে দুর্নীতিতে যুক্ত হয়ে পড়েছে তাতে অতিষ্ঠ সাধারণ মানুষ. দেশে কয়েক লক্ষ এর বেশি বেকারের চাকরি নেই. ২০১৪ থেকে ২০১৯ সালেও বলা হয়েছিল ২ কোটি চাকরি দেওয়া হবে, চাকরি হয়নি. ১৫ লক্ষ করে টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল সেই প্রতিশ্রুতি ও পূরণ হয়নি. এই রাজ্যে বেকারের সংখ্যা প্রায় ৪০ লক্ষ কেবিনেট রিপোর্ট অনুযায়ী. ২০১৩ থেকে ২০২৪ সাল হয়ে গেল কোন চাকরি হয়নি এই রাজ্যে. অনেকের ভাতাও বন্ধ হয়ে যাচ্ছে বলেও বলেন প্রার্থী নির্মল মাঝি.
বৃহস্পতিবার পুলিশি কড়া নিরাপত্তায় নমিনেশন দাখিল করেন প্রার্থী নির্মল মাঝি এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী তসবিরুল ইসলাম বলেন, আমরা কারো সঙ্গে জোট করে নয় একা লড়বো। আমাদের লড়াই হবে ঐক্যবদ্ধ লড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *