বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- আজ কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে বাংলা সিনেমা খেলাঘর বাঁধতে লেগেছি নামের বাংলা চলচ্চিত্রের প্রমোশন হয়। সিনেমার প্রমোশন বিদ্যালয়ে কেন? সেকথা জানা গেল পরিচালক শিবাজী দত্তের কাছে। তিনি বললেন, একটি ছোট ছেলের জীবনের কাহিনি এটি। পায় না কাছে সে তার বাবামাকে মনের মতো করে। ফলে বন্ধু খোঁজে ইন্টারনেটে।
সমাজমাধ্যমে বন্ধু খোঁজা ব্যাকডেটেড। নতুন বন্ধু খোঁজো মোস্ট সফিস্টিকেটেড এআই ব্যবহার করে। গড়ে তোলো তাকে তোমার মনের মতো করে। তুমি চাইলে সে প্রেডিক্টেবল, চাইলে আনপ্রেডিক্টেবল।
অন্যতম কলাকুশলী আলপনা মজুমদার জানান, এই সিনেমা আমাদের হারিয়ে যাওয়া পারিবারিক মূল্যবোধ ফিরিয়ে আনার স্বপ্ন দেখাবে।
কলাকুশলী ঋদ্ধি মুখোপাধ্যায় জানান, দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে প্রমোশনে আসতে পেরে তাঁর সত্যিই ভাল লেগেছে।
বালক মেঘের ভূমিকায় অভিনয়কারী প্লাবন জানান, এই সিনেমা আসলে ছোটদেরই। তারাই যেহেতু সংসারের ভবিষ্যত।
কাহিনি ও চিত্রনাট্যকার প্রীতম বলেন, এই গল্প আসলে আজ প্রতি ঘরের গল্প।
স্বাগত ভাষণে বিদ্যালয়ের প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত বলেন, এআই আমাদের জীবনে বন্ধু হয়ে আসবে না ফ্রাঙ্কেনস্টাইন হয়ে তা ভবিষ্যত বলবে। কিন্তু আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতকে অনিশ্চয়তার ওপর ছাড়তে পারি না। তার শিক্ষাই দেওয়ার চেষ্টা করেছেন খেলাঘর বাঁধতে লেগেছি চলচ্চিত্রের গোটা টিম। তাঁদের বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
বিদ্যালয়ের উপস্থিত সকল ছাত্রছাত্রী প্রমোশন উপভোগ করে। ঈপ্সিতা রিয়া হেমা গৌতম জানায় তারা অধীর আগ্রহে ২৪ মে তারিখের জন্য অপেক্ষা করছে। ঐ দিন হলে রিলিজ করবে খেলাঘর বাঁধতে লেগেছি।
Leave a Reply