তীব্র দাবদহে বহু কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের সাক্ষী হয়ে নমিনেশন দাখিল করলেন সিপিআইএম মনোনীত কংগ্রেস সমর্থিত ২ প্রার্থী।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- সোমবার নমিনেশন দাখিল করলেন বর্ধমান দুর্গাপুর সিপিআইএম ও কংগ্রেস সমর্থিত জোট প্রার্থী সুকৃতি ঘোষাল এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সিপিআইএম ও কংগ্রেস সমর্থিত জোট প্রার্থী নিরব খাঁ।তীব্র দাবদহে বহু কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের সাক্ষী হয়ে নমিনেশন দাখিল করলেন সিপিআইএম মনোনীত কংগ্রেস সমর্থিত ২ প্রার্থী।
নমিনেশন দাখিল করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে,
বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সুকৃতি ঘোষাল বলেন, আমার বিরোধীপক্ষ যারাই থাকুন না কেন আমার নির্বাচনী লড়াই কোন প্রকার শক্ত নয়।
কারণ দশ বছর কেন্দ্রের আর তেরো বছর রাজ্যের যে অভিজ্ঞতা মানুষ নিয়েছেন সেই মানুষই ব্যালটে জবাব দেবে। আমাদের যে সমস্ত কর্মীরা আছেন তাদের কাজ হবে মানুষকে অভয় দান করে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া আর নির্বাচন কমিশনের কাজ হবে ফ্রী এন্ড ফেয়ার নির্বাচন যাতে হয় সেটা শুনিশ্চিত করা।
রায় আমাদের পক্ষেই দেবেন সাধারণ মানুষ বলেও জানিয়েছেন সুকৃতি ঘোষাল।
২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রায় সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রকাশ করেছেন সেই পরিপ্রেক্ষিতেও সুর চড়ান সুক্রিতি ঘোষাল। তিনি বলেন আমি শিক্ষাবিদ হিসেবে এইটুকুই দেখছি যে স্বচ্ছ ভাবে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা দরকার।পাশাপাশি বর্ধমান পূর্বের জোটপ্রার্থী নীরব খাঁ বলেন, যারা দোষী তাঁদের উপযুক্ত শাস্তি হোক এটাই আমরা চাই, শাসক দলের এক নেতা বিজেপিতে চলে গেছে বলে তার কোন শাস্তি হয়নি। পাশাপাশি যদি স্বচ্ছ নির্বাচন হয় তাহলে আমাদের ভোট বাড়বে।পাপাই সরকারের রিপোর্ট তারা নিউজ পূর্ব বর্ধমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *