নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- স্ত্রী এবং কন্যাকে সাথে করে নিয়ে এক্তেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে নমিনেশন প্রদান বিজেপি প্রার্থী সৌমিত্রর। এক এক দিন করে এগিয়ে আসছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোটের দিন। আজ ২৯ তারিখ আজ থেকে শুরু হলো বাঁকুড়া জেলায় মনোনয়ন পর্ব। আর এই মনোনয়নপত্রের প্রথম দিনে নমিনেশন প্রদান করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। আজ বাঁকুড়ার শতাব্দী প্রাচীন এক্তেশ্বর মন্দিরে সস্ত্রীক পুজো দিয়ে নমিনেশন পর্ব সারার উদ্দেশ্যে রওনা দেন। বাঁকুড়া জেলাশাসকের কার্যালয়ের স্ত্রী ও কন্যাকে নিয়ে নোমিনেশন পর্ব সম্পন্ন করার জন্য সাথে নিয়ে আসে সৌমিত্রবাবু।
সৌমিত্র বাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান,বাঙালিয়ানা কে প্রাধান্য দেওয়াতেই, তিনি আজকের পাঞ্জাবি এবং ধুতিকে বেছে নিয়েছেন। পরিবারের সাথে পুজো দিয়ে নমিনেশনের ব্যাপারে তিনি বলেন ,জীবন বড় বৈচিত্র্যময় সবে মিলে একসাথেই চলতে হয় এটাই ধর্ম।
Leave a Reply