পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার ময়নাতে চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের থেকে টাকা তোলার অপরাধে ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানার ভাই অমিত জানাকে ধরে বেঁধে রাখলো গ্রামবাসীরা। ঘটনাটি সোমবার সকাল নাগাদ ঘটে।স্থানীয় সূত্রে জানা যায় এক ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার নামে ১০ হাজার টাকা নেয়,এইদিন সকালে আরো ৫ হাজার টাকা নিতে আসলে তাকে ধরে রাখে গ্রামবাসীরা। বেশ কিছুক্ষণ তাকে আটকে রাখার পর অবশেষে খবর পেয়ে ঘটনাস্থলে ময়না থানার পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে আটক করে, ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে।
ময়নাতে চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের থেকে টাকা তোলার অপরাধে ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানার ভাই অমিত জানাকে ধরে বেঁধে রাখলো গ্রামবাসীরা।












Leave a Reply