নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- হাতির হানায় মৃত্যু হল এক যুবকের। আলিপুরদুয়ার জেলার মাদারিহাটে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আকাশ দাস(২৮)। আকাশের কাকা সত্যজিত দাস জানান, গতকাল রাতে হাতি আসার আওয়াজ পেয়ে বাড়ির বাইরে বেরিয়েছিলেন আকাশ। সেই সময় হাতি আকাশকে টেনে হিঁচড়ে অনেকটা দূরে নিয়ে গিয়ে পিষে মেরে ফেলে। সারারাত ধরে আকাশের কোনও খোঁজ পাওয়া যায়নি। এদিকে রবিবার সকালে একটি ফাঁকা জমিতে আকাশের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায়।
মাদারিহাটে হাতির হানায় মৃত্যু।

Leave a Reply