দু:স্থ মেধাবী সুদীপা উচ্চ শিক্ষার খরচের দায়িত্ব নিলেন বালুরঘাট শহরের মিলেনিয়াম এন্টারপ্রাইজের কর্ণধার কুন্তল তরফদার।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আমাদের খবরের জের,দু:স্থ মেধাবী সুদীপা উচ্চ শিক্ষার খরচের দায়িত্ব নিলেন বালুরঘাট শহরের মিলেনিয়াম এন্টারপ্রাইজের কর্ণধার কুন্তল তরফদার। সুদীপা মুর্মু দাশুল স্কুলের ছাত্রী ,মাধ্যমিকে ৬০২ নাম্বার পেয়ে পাশ করেছে, তার স্বপ্ন চিকিৎসক হওয়ার, রবিবার কুমারগঞ্জের মাদারগঞ্জের সুদীপার বাড়ি গিয়ে তার পরিবারের সাথে কথা বলেন কুন্তল বাবু। আগামীতে তার পড়াশুনা চালিয়ে যেতে আর্থিক কি সমস্যা রয়েছে, তার যাবতীয় বিষয় শুনেন তিনি। সুদীপা কে পড়াশুনা চালিয়ে যেতে বলেন,আগামীতে তার স্বপ্ন পূরনে অর্থনৈতিক ভাবে কোন সমস্যা হবে না সেই বিষয়ে তিনি জানিয়ে দেন। কুন্তল বাবু এদিন সুদীপা কে আর্থিক ভাবে সাহায্য করে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য নেন। তিনি জানিয়ে দেন আগামীতে তার টিউশনের যাবতীয় খরচ তিনি বহন করবেন, সুদীপার মতো মেধাবী দু:স্থ ছাত্রীর পাশে যেই ভাবে কুন্তল বাবু দাড়িয়েছে তা দেখে এদিন এলাকার বাসিন্দারা কুর্নিশ জানান। এ বিষয়ে কুন্তল তরফদার ও সুদীপা কি বললেন শুনুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *