সোমবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জুন মালিয়া মনোনয়ন জমা দিতে বের হলেন মেদিনীপুর কলেজ মাঠ থেকে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সোমবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জুন মালিয়া মনোনয়ন জমা দিতে বের হলেন মেদিনীপুর কলেজ মাঠ থেকে। লেখক আগামী ২৫শে মে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে। আর এই নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব প্রায় শেষের দিকে। সোমবার মনোনয়নপত্র জমা দেবেন জুন মালিয়া। দলীয় প্রার্থী মনোনয়ন জমা দেওয়া কে কেন্দ্র করে একক উৎসাহ উদ্দীপনা নজরে আসে দলীয় সমর্থকদের। মেদিনীপুর কলেজ মাঠ থেকে কালেক্টরেট মোড় পর্যন্ত টানা প্রায় দেড় কিলোমিটার রাস্তা তৃণমূলের দলীয় ঝান্ডা দিয়ে সাজানো হয়েছে। রাস্তা জুড়ে বাধা হয়েছে মাইক। সোমবার সকালে নির্মল হৃদয় আশ্রম, কর্নগর মায়ের মন্দির, পাটনা বাজার বুড়া শিবমন্দির, বটতলা কালী মন্দির সহ বিভিন্ন মন্দির এবং ধর্মীয় স্থানে মেদিনীপুরবাসীদের মঙ্গল কামনা করে পুজো দেন জুন মালিয়া। হাজারেরও বেশি দলীয় সমর্থকদের সাথে নিয়ে সুসজ্জিত র‍্যালি বের হল মেদিনীপুর কলেজ মাঠ থেকে। ধুমধাম করে সাড়ম্বরে মনোনয়নপত্র জমা দিতে বের হলেন মেদিনীপুরের বিধায়িকা তথা লোকসভা নির্বাচনের তৃণমূল মনোনীত প্রার্থী জুন মালিয়া। একটি বিশেষ ভ্যানে করে কলেজ মাঠ থেকে বের হন প্রার্থী। ফ্যানটিতে তার সাথে রয়েছে মন্ত্রী শশী পাজা ও চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও ভ্যানটিতে উপস্থিত রয়েছেন কয়েকজন বিধায়কও। দলীয় প্রার্থী মনোনয়নপত্র জমা দিচ্ছে তাই দলীয় নেতা-নেত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা চোখে পড়েছে নজরকাড়া। কাউন্সিলর বিপ্লব বসু, অনিমা সাহা, যুবনেতা আবির আগারওয়াল, নির্মাল্য চক্রবর্তী সহ একাধিক নেতা নেত্রীরা তাদের দলবল নিয়ে যোগদান করেন এই শোভাযাত্রায়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *