নদীয়ার কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র সমর্থনে প্রচারে এসে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আদালত যে রায় দিয়েছে তাতে আমরা খুশি, আদালত আমাদের দাবিগুলো মেনে নিয়েছে। আমি শিক্ষকদের বলবো কেউ ভেঙে পড়বেন না। ধন্যবাদ জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কে। এদিন নদীয়ার কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র সমর্থনে প্রচারে এসে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। এদিন এদিন মহুয়া মৈত্রের সমর্থনে কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ে একটি জনসভা করে তৃণমূল। সেখানেই সেখানেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। প্রথমে তিনি তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মঞ্চে বক্তব্য রাখেন। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আজ আদালত যে রায় দিয়েছে তাতে আমরা খুশি। রাজ্য সরকার যে দাবিগুলো আদালতের কাছে রেখেছিল তা আদালত মেনে নিয়েছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। পাশাপাশি কৃতজ্ঞতা জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে। এরা দুজনেই সব সময় শিক্ষকদের পাশে ছিল। আজকের আদালতের রায় প্রমাণ করে দিচ্ছে সত্য কখনোই ঢাকা থাকে না। কিছু কিছু আঞ্চলিক আদালত মিডিয়ায় নিজের প্রচারে স্বার্থে পাশাপাশি বিজেপির প্রার্থী হওয়ার স্বার্থে জোরপূর্বক কিছু সিদ্ধান্ত প্রকাশ করেছিলেন। কিন্তু আজ তা প্রকাশ্যে চলে এলো। শিক্ষকদের বলব নিজেরদেরকে শক্ত রাখুন আমরা সব সময় আপনাদের পাশে আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *