পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পিসি ভাইপোর উল্লসিত হওয়ার কিছু নাই পিসি প্রাক্তন হবে, ভাইপো জেলে যাবে। কোর্ট যা করেছে ঠিক করেছে। ন্যাচারাল জাস্টিস।বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে বিজেপির দলীয় সাংগঠনিক সভার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে একথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পিসি ভাইপোর উল্লসিত হওয়ার কিছু নাই। পিসি প্রাক্তন হবে। আর ভাইপো জেলে যাবে। এমনই হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক প্রসঙ্গ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।
কোর্ট যা করেছে ঠিক করেছে, ন্যাচারাল জাস্টিস, মন্তব্য শুভেন্দু’র।

Leave a Reply