ব্যালটে ভোট গ্রহণের পর যে বাক্সে ব্যালট গুলি রাখা হচ্ছে সেই বাক্স শুধুমাত্র তালা মারার রয়েছে কোন গালা দিয়ে সিল করা হচ্ছে না, সেই ছবি সামনে আসতেই একে একে সেখানে ভিড় জমায় বিজেপি নেতাকর্মীরা।

নদিয়া, নিজস্ব সংবাদদাতা:-  ব্যালটে বাক্সে ভোটগ্রহণ প্রক্রিয়ার পর তালা মারা থাকলেও সিল করছে না ভোট কর্মীরা, ভোট লুঠ করতে পারে তৃণমূল সেই অভিযোগে ভোট প্রক্রিয়া বন্ধ রেখে ভোট কর্মীদের ঘেরাও করে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করল বিজেপি। এত অভাব পড়েনি ব্যালট ভোট লুট করতে যাবো পাল্টা দাবি তৃণমূলের। ঘটনাটি বুধবার দুপুরে নদীয়ার কৃষ্ণনগর এক নম্বর ব্লকের মল্লিকপাড়া এলাকায়। উল্লেখ্য গোটা রাজ্যজুড়ে আজ থেকে শুরু হয়েছে মূলত ৮৫ বছর বয়সের ঊর্ধ্বে এবং শারীরিক প্রতিবন্ধী ভোটারদের ভোটগ্রহণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রতিটি ব্লকের ভিডিওর তত্ত্বাবধানে বিভিন্ন দলে বিভক্ত হয়ে বাড়ি বাড়ি গিয়ে নেওয়া হচ্ছে এই ভোট । সঙ্গে যেমন রাজ্য পুলিশের কর্মীরা রয়েছেন তেমনি আধা সামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে। ঠিক তেমনি নদীয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কৃষ্ণনগর এক নম্বর ব্লকের মল্লিক পাড়া এলাকায় চলছিল ভোটগ্রহণ প্রক্রিয়ার কাজ। কিন্তু ব্যালটে ভোট গ্রহণের পর যে বাক্সে ব্যালট গুলি রাখা হচ্ছে সেই বাক্স শুধুমাত্র তালা মারার রয়েছে। কোন গালা দিয়ে সিল করা হচ্ছে না। সেই ছবি সামনে আসতেই একে একে সেখানে ভিড় জমায় বিজেপি নেতাকর্মীরা। যেহেতু বাক্সে তালা দেওয়া থাকলেও সিল মারা নেই সেই কারণে তারা আশঙ্কা প্রকাশ করছে পরবর্তীকালে রাজ্য প্রশাসনের নেতৃত্বে ভোট লুট করতে পারে তৃণমূল, এই অভিযোগ তুলে রাস্তার উপর বসে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। সেখানে ভোট কর্মীরা গেলে তাদেরকে ঘৃণা করে বিক্ষোভ দেখাতে থাকে তারা। বিজেপির মূলত অভিযোগ অন্যান্য জায়গায় ভোট গ্রহণের ব্যালট বাক্সে তালা সিলমারা অবস্থায় থাকলেও এখানে কেন সিল মারা হচ্ছে না। এরপর দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকে তারা। বিজেপির দাবি যতক্ষণ না বাক্সে সিল মারা হবে ততক্ষণ এই বিক্ষোভ চলবে। তবে ভোট কর্মীদের পাল্টা দাবি বিডিও-র তরফে ওই বাক্সে সিল মারার কোন নির্দেশিকা নেই তাদের কাছে। সেই কারণেই তারা সিল মারছেন না বাক্সের তালাতে।
অন্যদিকে এই ঘটনায় কৃষ্ণনগর তৃণমূল শহর সভাপতি প্রদীপ দত্ত বলেন, আমি ঘটনাটা পুরোপুরি জানিনা। তবে যেহেতু আমার বাড়ির একদম কাছেই ঘটনাটা ঘটেছে সেই কারণে এসে শুনলাম বিজেপি একটা অভিযোগ তুলছে যেহেতু বাক্সে তারা থাকলেও সিল করা হচ্ছে না সেই কারণে তারা মনে করছে ভোট লুট হতে পারে। কিন্তু আমি যেটা বলবো বর্তমান তৃণমূল সেমন পরিস্থিতিতে নেই যে ৫ টা ভোট লুট করবে।

বাইট 1, সন্দীপ মজুমদার, বিজেপির মিডিয়া কনভেনার
২, প্রদীপ দত্ত, তৃণমূলের কৃষ্ণনগর শহর সভাপতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *