২০১৯ এর তলনায় এবার বিজেপির ভোটের ব্যবধান অনেক কমবে আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত জয়ঁগাতে এসে একথা জানান গোর্খা সুপ্রিমো বিমল গুরুঙ।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিনটি লোকসভা আসনে বিজেপি জয়ী হবে কিন্ত ২০১৯ এর তলনায় এবার ভোটের ব্যবধান অনেক কমবে আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত জয়ঁগাতে এসে একথা জানান গোর্খা সুপ্রিমো বিমল গুরুঙ।
এদিন জয়ঁগা মঙলাবাড়িতে স্থিত গোর্খা জনমুক্তি মোর্চার ডুয়ার্সের মূখ্য কার্যালয়ে এলাকার গোর্খা জনমুক্তি মোর্চার কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করেন বিমল গুরুঙ জানান।
বিমল জানান পাহাড়ে ভোট ব্যবধান অনেক কমবে এছাড়া আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এলাকায় ও কমবে ভোটের ব্যবধান কিন্ত তিনটি আসনেই বিজেপি জয়ী হবে।

এদিন বিমল গুরুঙ আরো জানান ডুয়ার্স ও তরাই এ তাদের সংগঠন মজবুত করার জন্য ময়দানে নেমেছে এবং বিভিন্ন এলাকায় সভা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *