নানা কর্মসূচি নিয়ে সাউথ ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্রা পৌঁছে গেলেন খড়্গপুরের ডিআরএম বিল্ডিংয়ে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দুদিন আগে কেন্দ্রীয় রেলমন্ত্রী মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার পালের সমর্থনে সভা করেন খড়্গপুরে ৪৮ কাটেতে না কাটতেই রবিবারই হঠাৎ ছুটির দিনে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের নানা কর্মসূচি নেয় সাউথ ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্রা পৌঁছে গেলেন খড়্গপুরের ডিআরএম বিল্ডিংয়ে, তৃণমূলের অভিযোগ বিজেপির হয়ে বিজেপির হয়ে প্রচার করতে নেমেছেন সাউথ ইস্টার্ন রেলের জিএম অনিল কুমার মিশ্রা। জিএম আসার আগেই খড়গপুর রেল স্টেশনে থাকা বোগদা এলাকাতে একাধিক অবৈধভাবে থাকা দোকানের উপর মুখেই কাপড় দিয়ে ঢেকে দেয় রেল আর সেই ঘেরা কাপড় খুলে দিল জোর করে তৃণমূল একেবারে আরপিএফ দের সামনেই চলে স্লোগান ও তৃণমূলের জেলার সহ-সভাপতি দেবাশীষ চৌধুরীর অভিযোগ নির্বাচন বিধিকে লংঘন করে রেলমন্ত্রী নির্দেশে বিজেপির হয়ে প্রচার করতে এসেছেন জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্রা।তিনি যেখানেই যেখানেই যাবেন ইনস্পেকশন করতে তাকে আমাদের বাধার মুখে পড়তে হবে আমরাও তার সঙ্গে বাইক নিয়ে ঘুরে বেড়াবো আমাদের একটাই প্রশ্ন এতদিনে এলেন না কেন রেলমন্ত্রী যাওয়ার একদিন পরেই আপনার মনে পড়ল রেল কর্মীদের কোয়াটারের অবস্থা বেহাল বা রাস্তার অবস্থা বেহাল রয়েছে তাই উনি যেখানেই যাবেন আমাদের বাধার মুখে পড়তে হবে তাকে আমরা তার সঙ্গে বাইক নিয়ে ঘুরে বেড়াবো এরপর মিছিল করে সোজা ডিআরএম অফিসের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকেরা। ডিআরএম বিল্ডিং এ এখন জেনারেল ম্যানেজার বৈঠক চলছে ভিতরে আর বাইরে চলছে তৃণমূলের বিক্ষোভ মিছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *