দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন সৌমেন্দু।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গত চারই জুন শেষ হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনা, টানটান উত্তেজনার মধ্যে গণনা পর্ব শেষ হলেও গতবারের আসন সংখ্যা ধরে রাখতে পারেনি গেরুয়া শিবির, সেক্ষেত্রে আসন সংখ্যা বাড়িয়ে ফেলেছে শাসক দল, এইমত অবস্থায় পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা কেন্দ্র তথা কাঁথি লোকসভা কেন্দ্র এবং তমলুক লোকসভা কেন্দ্র নিয়ে নিয়েছে গেরুয়া শিবির, যেহেতু পূর্ব মেদিনীপুর জেলা শুভেন্দুর গড় হিসেবে পরিচিত ছিল তাই টানটান উত্তেজনার মধ্য দিয়ে সেই গড় ধরে রাখতে পেরেছে অধিকারী পরিবার, কাঁথি লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী তথা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী, অপরদিকে তমলুক লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সদ্য জয়ী হওয়া সাংসদদের আগামীকাল দিল্লিতে জরুরী বৈঠকের ডাক দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব, সেই মতো অবস্থায় এই দিন কাঁথির শান্তি কুঞ্জ থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী, তবে যাওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরব ভালো ফলের আশা ছিল বলে জানিয়েছেন তিনি,যেহেতু বাড়ির তিনজন পোড় খাওয়া রাজনীতিবিদ রয়েছে প্রত্যেকের সাংসদ ভবনের অভিজ্ঞতা রয়েছে তাই সমস্ত খুঁটিনাটি তথ্য জানা রয়েছে। কাঁথির প্রাক্তন সাংসদ,বাবা শিশির অধিকারী, দাদা দিব্যেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *