বিজেপিকে ভোট দেওয়ায় তাদের বাড়িঘরের উপর হামলা চালায় তৃনমুল বলে স্বয়ং জেলা বিজেপির সভাপতি স্বরুপ চৌধুরীর অভিযোগ।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গংগারামপুর : বিরোধী পক্ষের উপর নির্বাচনোত্তর রাজনৈতিক আত্যাচ্যার আজও অব্যাহত।শনিবার শেষ রাতে ও সকালে দক্ষিন দিনাজপুর জেলার গংগারামপুর থানার নয়াবাজার এলাকার বাসিন্দারা বিজেপিকে ভোট দেওয়ায় তাদের বাড়িঘরের উপর হামলা চালায় তৃনমুল বলে স্বয়ং জেলা বিজেপির সভাপতি স্বরুপ চৌধুরীর অভিযোগ। খবর পেয়েই সকালে নয়াবাজার এলাকায় পৌছে পরিস্থিতি খতিয়ে দেখে অভিযোগ জানিয়ে আরও বলেন এমনকি আজ সকালে সত্তর উর্দ্ধো এক বয়ষ্ক মানুষ ও এদের হাত থেকে রেহাই পায় নি বাজার করে বাড়ি ফেরার সময়। পাশাপাশি তার আরও অভিযোগ যে হেতু তৃনমুলের প্রার্থী ছিল গংগারামপুর এলাকার তা সত্বেও এই এলাকার ভোটাররা তৃনমুল প্রার্থীকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দেওয়ায় বাড়িঘর ভাংগচুড়ের পাশাপাশি বাড়িতে ঢুকে মহিলাদের উপর আক্রমন চালানোর পাশাপাশি তাদেরকে শ্লীলতাহানী করার চেষ্টা চালিয়েছে তৃনমুল আশ্রিত দুষ্কৃতিরা বলে জেলা সভাপতির অভিযোগ করেন। তার আরও অভিযোগ পুলিশকে জানানো সত্বেও এখনও পর্যন্ত পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। এরপরেই তিনি হুমকি দিয়ে বলেন আমরা সব কিছুর দিকে নজর রাখছি এরপর যদি তৃনমুলিরা তাদের সমর্থকদের উপর এরকম ঘটনা ফের ঘটায় ও এই ঘটনায় পুলিশ কোন একশন না নেয় তবে জেলা বিজেপি এর প্রতিবাদে জেলা জুড়ে বৃহহত্তর আনন্দোলনে নামবে।
যদিও তৃনমুলের জেলা নেতা সুভাষ চাকি সব অভিযোগ অস্বিকার করে জানিয়ে দিয়েছেন এগুলো বিজেপির গোষ্টীদ্বন্দ্ব।এর সাথে তৃনমুলের কোন যোগই নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *