বিজেপি কর্মীর চায়ের দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা, সংবাদদাতা বেলদাঃ ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠল নারায়ণগড় বিধানসভা এলাকায়। এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা ও ওপরের বিজেপি কর্মীর চায়ের দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নারায়ণগড় থানার যমুনা গ্রামে। বিজেপি কর্মী সুকুমার দোলাই এর অভিযোগ বুধবার রাতে রাস্তার ধারে থাকা তার চায়ের দোকানে আগুন লাগিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীরা। অপরদিকে অপর এক বিজেপি কর্মী কাকলি মল্লিকের অভিযোগ রাতের অন্ধকারে হঠাৎ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়িতে গিয়ে হামলা চালায়। ভাঙচুর করার হয় একাধিক জিনিসপত্র। লুট করে নিয়ে যাওয়া হয় টিভি, মোবাইল সহ একাধিক জিনিস। বিজেপি করার অপরাধে এই হামলা চালানো হয় বলে অভিযোগ গেরুয়া শিবিরের। বিজেপির জেলা সাধারণ সম্পাদক গৌরী শঙ্কর অধিকারী বলেন শুধু যমুনা নয় নারায়ণগড় বিধানসভার আরো বেশ কিছু এলাকাতে এভাবেই সন্ত্রাস চালানো শুরু করে দিয়েছে তৃণমূল। আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করব।
অন্যদিকে তৃণমূলের তরফে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়। এ ব্যাপারে স্থানীয় তৃণমূল নেতৃত্ব নারায়ণগড় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তুষার বেরা বলেন, আমাদের এলাকায় এই ধরনের কোন ঘটনা ঘটেনি। এই নির্বাচনে মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রেখেছে। তাই আমাদের সন্ত্রাস করা মানসিকতা নেই। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *