রক্তদান মহৎদান এই কথাটি মাথায় রেখে রক্তদান শিবিরের আয়োজন।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ – ১৪ ই জুন বিশ্ব রক্তদাতা দিবসে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে আয়োজিত রক্তদান শিবিরে রক্ত দান করলেন ৫২ জন
প্রতি বছর ১৪ জুন দিনটিকে বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালন করা হয়। রক্তদান মহৎদান এই কথাটির সঙ্গে সকলেই পরিচিত। রক্তদানের মাধ্যমে পালন করা হয় রক্তদান উৎসব। পাড়ায়, ক্লাবে, বিভিন্ন সংগঠনের আয়োজনে রক্তদান উৎসব হয়ে থাকে সারা বিশ্বে। সেইমতো বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আজ ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে আয়োজিত হলো রক্তদান শিবিরের। রক্তদান করেন হাসপাতালের ডাক্তারবাবু, নার্স দিদি ও অনান্য স্টাফেরা। বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় কার্ল ল্যান্ড স্টেইনারের জন্মবার্ষিকীতে। এই বিখ্যাত গবেষক আধুনিক ব্লাড ট্রানফিউশনের জন্মদাতা। প্রসঙ্গত কার্ল ল্যান্ড স্টেইনার একজন অস্ট্রিয়ান বায়োলজিস্ট অর্থাৎ প্রাণীবিদ। একই সঙ্গে তিনি চিকিৎসকও ছিলেন। তিনি আধুনিক ব্লাড ট্রান্সফিউশন বা রক্তদান পদ্ধতির জন্ম দেন। রক্তদানের জন্য রক্তের গ্রুপ জানা খুবই জরুরি। তা না হলে মানুষের মৃত্যু হতে পারে। আর এই রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন কার্ল। ১৯০১ সালে এ বি ও রক্তের গ্রুপের বিভিন্ন ভাগ আবিষ্কার করেন তিনি। তাঁর যুগান্তকারী আবিষ্কারের জন্যই তাঁর জন্মদিনকে বেছে নেওয়া হয়েছে বিশ্ব রক্তদাতা দিবসের তারিখ হিসেবে। এই দিনটিকে স্মরণে রেখেই ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরের, রক্তদান করেন ৫২ জন রক্ত দাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *