নিজস্ব সংবাদদাতা, মালদা:- মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গাজোল শহরের বিভিন্ন সরকারি জায়গা জবরদখল মুক্ত নিয়ে একটি আলোচনা সভা এবং গাজোল শহরের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন গাজোল প্রশাসনিক বিডিও সুদীপ্ত বিশ্বাস ও গাজোল ব্যবসা সমিতির সভাপতি বিধান রায় থেকে আরো অনেকে তারা প্রথমে গাজোল ব্লক দপ্তরে বসে একটি আলোচনা সভা করেন। কিভাবে জবরদখল মুক্ত করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করেন। কিভাবে গাজোল শহরে যানজট মুক্ত করা যায় সে বিষয় নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন বিডিও সুদীপ্ত বিশ্বাস যুগ্ম বিডিও সুব্রত শ্যামল গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন মালদা জেলা পরিষদের খাদ্য কর্মদক্ষ রিতা সিংহ মালদা জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু সাগরিকা সরকার গাজোল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল গাজোল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায় সহ অন্যান্য ব্যক্তি বর্গ। আলোচনা সভা শেষে তারা গাজোলের কিষাণ মান্ডিতে জান সে জায়গা পরিদর্শন করেন ।গাজোল বাস স্ট্যান্ড এলাকা পরিদর্শন করেন। সেখান থেকে তারা গাজোল ট্রাফিক মোড় এলাকায় যান সেখানে পরিদর্শন করেন। পরবর্তীতে এ বিষয় নিয়ে তিন তারিখ বুধবার গাজোল ব্লক ক্যাম্পাসের অন্নদাস শংকর সদনে মিটিং করবেন গাজোল ব্যবসায়ী সমিতি সকল সদস্য এবং দোকানদারদের নিয়ে। বক্তব্য বিডিও সুদীপ্ত বিশ্বাস ও গাজোল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায়।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গাজোল শহরের বিভিন্ন সরকারি জায়গা জবরদখল মুক্ত নিয়ে একটি আলোচনা সভা।

Leave a Reply