মঙ্গলবার দুপুর বালুরঘাট থানা চত্বর থেকে বিশেষ অভিযান চালাল পুলিশ প্রশাসন৷

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৩রা জুলাই:- মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসন উদ্যোগী হয়েছে৷ এদিকে বালুরঘাট শহরের বিভিন্ন বাজারের উপর যত্রতত্র রাখা হয় মোটর সাইকেল, সাইকেল সহ অন্যান্য গাড়ি। যার ফলে শহরে যানজট বাড়ছে। এদিকে শহরে পুরসভার দুটি পার্কিং থাকলেও তা ব্যবহার করা হয় না বলেই চলে৷ রাস্তার মধ্যেই পার্কিং জোন করে ফেলেছেন স্থানীয়রা। এমতঅবস্থায় মঙ্গলবার দুপুর বালুরঘাট থানা চত্বর থেকে বিশেষ অভিযান চালাল পুলিশ প্রশাসন৷ এদিনের অভিযানে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ অন্যান্য পুলিশ কর্মীরা। মূলত এদিন বালুরঘাট শহরের বিভিন্ন পার্কিং এরিয়া ঘুরে দেখেন পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *