পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আর মাত্র কয়েক মাস তারপরই বাঙলির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আজ রথযাত্রার দিন শহর বর্ধমানে বিভিন্ন পুজো কমিটিগুলোর খুঁটি পুজো আয়োজন করে। সেই মতো আজ বর্ধমান শহরে অত্যন্ত পরিচিত একটি পুজো কমিটি কেশবগঞ্জ বারোয়ারীর পক্ষ থেকে দুর্গাপুজোর খুঁটি পূজার আয়োজন করা হয়। এই খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ পুজো কমিটির সমস্ত সদস্য।
বর্ধমান শহরে অত্যন্ত পরিচিত একটি পুজো কমিটি কেশবগঞ্জ বারোয়ারীর পক্ষ থেকে দুর্গাপুজোর খুঁটি পূজার আয়োজন করা হয়।

Leave a Reply