বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্লের প্রস্তাবে এবং বিদ্যালয় কর্তৃপক্ষর সহযোগিতায় নেওয়া হল একটি বিশেষ উদ্যোগ।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  বাঁকুড়ার ঘোষের গ্ৰাম আঞ্চলিক বিদ্যালয়ে নেওয়া হল পৃথিবীর সবচেয়ে বড় এবং গুরুতর সমস্যার বিরুদ্ধে মোক্ষম উদ্যোগ। মানুষের জীবনে সমস্যা বলতে আর্থিক,মানসিক কিংবা সম্পর্ক গত সমস্যা। কিন্তু আসলেই আমাদের প্রত্যেকের মাথার উপরে খাড়ার মতো ঝুলছে এমন একটি সমস্যা যাকে বাধা না দিলে ধ্বংস হয়ে যেতে পারে মানব সভ্যতা। এবার সেই সমস্যার বিরুদ্ধেই লড়াই শুরু করল ঘোষেরগ্রাম আঞ্চলিক বিদ্যালয়। “গ্লোবাল ওয়ার্মিং” অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন এমন একটি দৈত্য যা গিলে ফেলবে সকলকে। তবে এটি আটকানোর প্রথম উপায় বৃক্ষরোপন করা। কিন্তু শুধুই বৃক্ষ রোপন করলে হবে না। রোপন করে দেওয়ার পর অধিকাংশ গাছ যাতে মারা যায় পরিচর্যার অভাবে। এবার এই সমস্যা সমাধান করতে বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্লের প্রস্তাবে এবং বিদ্যালয় কর্তৃপক্ষর সহযোগিতায় নেওয়া হল একটি বিশেষ উদ্যোগ। এক একটি শিক্ষার্থী দায়িত্ব নিলো এক একটি গাছের। এইভাবে ৫০ জন শিক্ষার্থী বুধবার ৫০ টি আম গাছের চারা বসালো বিদ্যালয় প্রাঙ্গনে। প্রতিটি গাছের গায়ে লেখা থাকল রোপনকারী শিক্ষার্থীর নাম। সেই করবে পরিচর্যা।

ঘোষেরগ্রাম আঞ্চলিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজ দে জানান, “এক একটি ছাত্র এক একটি গাছের দায়িত্ব নেবে। এভাবে তাদের মধ্যে দায়িত্ববোধ তৈরি হবে এবং গাছের পরিচর্যা হবে। আজকে ৫০ টি গাছ লাগানো হলো। সবকটি গাছ আম চারা, পরবর্তীতে আরো গাছ লাগানো হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *