বিপুল ভোটে জয়লাভ করার পর খেলা হবে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া গঠন বিষ্ণুপুরে।

আবদুল হাই, বাঁকুড়াঃ লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পর খেলা হবে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া গঠন বিষ্ণুপুরে। রাজ‍্যের শাসক দলের সোশ্যাল মিডিয়াকে আরো শক্তিশালী করার জন্য এই উদ্যোগ। গত ৯জুলাই ঘোষনা করা হ য় সদস‍্যদের তালিকা। এবারই প্রথম গোটা রাজ্য জুড়ে জেলায় জেলায় এই কমিটি গঠন করা হয়েছে। আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কর্মসূচিকে সামনে রেখে এই বিশেষ উদ‍্যোগ। খেলা হবে ইআইটিসি সাপোর্টার বিষ্ণুপুর এর ডিস্ট্রিক্ট ইনচার্জ করা হয়েছে প্রবাল ঘোষ ও অভিজিৎ সিনহাকে। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন এস কে বাপি। ভাইস প্রেসিডেন্ট হিসেবে থাকছেন শেখ জাহিদুর রহমান পূজা সিংহ রায় ও চন্দন মিশ্র। জেনারেল সেক্রেটারি পদে থাকছেন তুষার কান্তি মুখার্জি পূর্ণচন্দ্র গড়াই লালু মন্ডল অরূপ কুমার ঘোষ। সেক্রেটারি পদে থাকছেন শুভম রয় সমীর ভঞ্জন চঞ্চল ব্যানার্জি। এক্সিকিউটিভ মেম্বার হিসেবে থাকছেন সায়ন করক শেখ ইয়াসিন সৌরভ সামন্ত শেখ জীবন প্রদীপ বাগধী ও সায়ের আলী শেখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *