বার্ধক্য ভাতা টাকা ঢুকছে অন্য ব্যক্তির একাউন্টে, চাঞ্চল্য।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বার্ধক্য ভাতা টাকা ঢুকছে পঞ্চাশ কিলোমিটার দূরে ব্যক্তির একাউন্টে। এই রাজ্যে এর আগেও এই ধরনের ঘটনা সামনে এসেছে,সেই ঘটনা পুনরাবৃত্তি হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকে। গড়বেতা তিন নম্বর ব্লকের বিডিও সাথে সাথে তদন্ত শুরু করেছে এবং গ্রেপ্তার করা হয়েছিল একজনকে। ফের এই ধরনের ঘটনা সামনে আসে চন্দ্রকোনারোডের দুর্লভগঞ্জের বাসিন্দা জ্যোৎস্না সরকারের, তার বার্ধক্য ভাতা টাকা খড়্গপুরের এক ব্যক্তির একাউন্টে ঢুকছে কয়েক মাস ধরে বলে অভিযোগ , প্রশাসনের তরফ থেকে এবং ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে অ্যাকাউন্ট নাম্বার সহ নাম দিয়ে। এই ঘটনায় দারস্থ হয়েছে বিডিওর কাছে জ্যোৎস্না সরকার । যদিও কোনরকম এখনো পর্যন্ত সাহায্য পাইনি বলে অভিযোগ তার। এই ধরনের ঘটনা সামনে আসতেই কিভাবে তা সম্ভব হচ্ছে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে তরজা। নাম একজনের ব্যাংকের অ্যাকাউন্ট আরেকজনের কিভাবে সেই বার্ধক্য ভাতা ঢুকে যাচ্ছে তা নিয়ে উচ্ছে প্রশ্ন। আর এই খবর ছড়িয়ে পড়তে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *